রোগ নির্ণয়ের নামে তান্ত্রিকতা, ভণ্ডামি ও ইস্তিখারার অপব্যবহার

Abdus Sobur Choudhury
Abdus Sobur Choudhury
Cover Image for রোগ নির্ণয়ের নামে তান্ত্রিকতা, ভণ্ডামি ও ইস্তিখারার অপব্যবহার
3 min
Loading...

দূর থেকে রোগ নির্ণয় ও ইসতিখারা – একটি সতর্ক বার্তা

অনেক রোগী বা রোগীর অভিবাবক জ্বীন ধরা, যাদুগ্রস্ত, নষ্ট করা, বান মারা, বিয়েতে বাধা, স্বামী-স্ত্রীর মনমালিন্য, কোন রোগ ধরা পড়ছে না, বহু দিন থেকে অসুস্থ, পাগল – এধরণের আরোও বিভিন্ন রোগের জন্য দূর থেকে রোগীর নাম, মাতা-পিতার নাম দিয়ে ইস্তেখারা, আশোর বসিয়ে বা হাজিরা নিয়ে ইত্যাদির মাধ্যমে সমস্যা বা রোগ কি তা জানতে চান।

দূর থেকে রোগ নির্ণয়ের একাজ গুলো গণক, যাদুকর, তান্ত্রিক, সাধক, বৈদ্য বা ধোকাবাজরা করে থাকে যা সুস্পষ্ট কুফরী। এদের মাধ্যমে রোগ নির্ণয় বা চিকিৎসা করালে ঈমান-আমল নষ্ট হয়ে যাবে।

দেখেন, এসব শিক্ষিত সচেতন লোক গুলো দূর থেকে কোন ডাক্তারকে রোগ নির্ণয়ের জন্য বলে না। কারণ এটা জানে যে দূর থেকে কোন ডাক্তারের পক্ষে রোগ নির্ণয় সম্ভব নয়

ইসলামের ঝাড়-ফুক (রুকিয়াহ) অন্যান্য চিকিৎসার মত একটি শরিয়ত ভিত্তিক বিজ্ঞান সম্মত চিকিৎসা পদ্ধতি। লক্ষণের উপর ভিত্তি করে, এসেসমেন্ট করে, অভিজ্ঞতার আলোকে চিকিৎসা দেয়া হয়ে থাকে। এখানে আধ্যাতিক বা গায়বী কোন তরিকায় রোগ সম্পর্কে জানা বা চিকিৎসা দেয়ার যারা দাবী করে এরা গণক, যাদুকর, তান্ত্রিক অথবা ধোকাবাজ। এদের সান্নিধ্যে গেলে ঈমান ও যাবে, সম্পদ ও যাবে। হে বিশ্বাসীগণ, সাবধান

মনে রাখবেন: ভবিষ্যতের কোন কিছু করতে চাইলে “ইসতিখারা” আর অতীতের জন্য হলো “রুকিয়াহ”
ইসতিখারা ভবিষ্যতের জন্যই যে করতে হয়, তা অনেকেই জানেন না।

আমাদের সমাজে ইসতিখারার মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া জিনিস খোঁজা হয়। হারিয়ে যাওয়া বা চুরি করা জিনিস ইসতিখারার মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব হলে যথাযথ কর্তৃপক্ষ ইসতিখারাকারীদেরকে থানার সামনের ডেস্ক-এ বসিয়ে রাখতো। এটি সম্পূর্ণ ইসলামী জীবন-যাপনের বিপরীত চর্চা
আল্লাহ আমাদের এধরনের ধোকা থেকে হেফাজত করুন।

অনেকে ইসতিখারার সাহায্যে চিকিৎসা ও রোগ নির্ণয় করে থাকেন বা দাবী করে থাকেন।
মূলত: কোন কাজ করার ক্ষেত্রে (চিকিৎসা, রোগ নির্ণয়, চুরি বা হারিয়ে যাওয়া জিনিসের জন্য নয়) ইসতিখারার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য ও পরামর্শ চাওয়া হয়।

ইসতিখারার মাধ্যমে রোগ নির্ণয় সম্ভব হলে যথাযথ কর্তৃপক্ষ ইসতিখারাকারীদেরকে হাসপাতালের সামনের ডেস্ক-এ বসিয়ে রাখতো রোগ নির্ণয়ের জন্য
এটি সম্পূর্ণ ধোকাবাজি, ইসলামী জীবন-যাপনের সাথে এগুলোর কোন সম্পর্ক নেই
আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন।

Share
Home
রোগ নির্ণয়ের নামে তান্ত্রিকতা, ভণ্ডামি ও ইস্তিখারার অপব্যবহার | Hijama & Ruqyah Foundation