ব্রেন স্ট্রোক (Brain Stroke) প্রতিরোধে ও চিকিৎসায় হিজামা থেরাপী

Abdus Sobur Choudhury
Abdus Sobur Choudhury
Cover Image for ব্রেন স্ট্রোক (Brain Stroke) প্রতিরোধে ও চিকিৎসায় হিজামা থেরাপী
3 min
Loading...

ব্রেন স্ট্রোক কি?

মস্তিষ্কে রক্ত সরবরাহকারী রক্তনালিতে রক্ত জমাট বেধে বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে যে অবস্থার সৃষ্টি হয় তাকে ব্রেন স্ট্রোক বলে।
ব্রেন স্ট্রোক সাধারণত বয়স্ক লোকদের, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের মধ্যে দেখা যায়।


ব্রেন স্ট্রোকের কারণ ও ঝুঁকি সমূহ:

রক্ত নালিতে বাধা:
শরিরের অন্যান্য স্থানের ন্যায় মস্তিষ্কের রক্তনালিতেও চর্বি জমে রক্ত সরবরাহে বাধার সৃষ্টি করতে পারে। ফলে মস্তিষ্কে প্রয়োজনীয় অক্সিজেন এবং পুষ্টি থেকে বঞ্চিত হয়।

রক্তক্ষরণ:
মস্তিষ্কের রক্তনালি ফেটে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে।

ঝুঁকিসমূহ:

  • শরীরের অতিরিক্ত ওজন
  • কায়িক পরিশ্রম বিমুখতা
  • অস্বাস্থ্যকর খাদ্য গ্রহন
  • তামাক গ্রহণ
  • বংশগত
  • ডায়াবেটিস
  • রক্তে অতিরিক্ত চর্বি
  • চল্লিশ ঊর্ধ্ব বয়স
  • মদপান

ব্রেন স্ট্রোকের লক্ষণ সমূহ:

  • মুখ বাঁকা হয়ে যাওয়া, একটি চোঁখ বন্ধ হয়ে যাবে
  • একটি হাত অবশ হয়ে যাওয়া
  • কথা বলতে না পারা, বা অস্পষ্টভাবে কথা বলা
  • প্রচন্ড মাথা ব্যথা
  • দ্বিধাগ্রস্ত হওয়া

প্রাথমিক চিকিৎসা:

  • ব্যক্তিকে কথা বলতে বলুন এবং উভয় হাত উপরে তুলতে বলুন। ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হলে মুখ বাঁকা হয়ে যাবে এবং শুধুমাত্র একটি হাত উপরে তুলতে পারবে।
  • ব্যক্তিকে আশ্বস্ত করুন এবং হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করুন।
  • হাসপাতালে পৌছানোর পূর্ব পর্যন্ত শ্বাস–প্রশ্বাস, পাল্স ও সাড়া দেওয়ার পর্যায় মনিটর করুন।

সাবধানতা:

  • ব্যক্তি অজ্ঞান হয়ে গেলে তার শ্বাসনালি খুলে দিন এবং যথাযথ ব্যবস্থা নিন।
  • ব্যক্তিকে কোন প্রকার খাবার বা পানীয় দেয়া যাবে না।

ব্রেন স্ট্রোক প্রতিরোধে ও চিকিৎসায় হিজামা থেরাপী:

  • হিজামা থেরাপী ব্রেন স্ট্রোক প্রতিরোধক হিসাবে কাজ করে।
  • মাথা, ঘাড়সহ শরীরের সুনির্দিষ্ট পয়েন্টে হিজামার থেরাপী গ্রহণের মাধ্যমে ব্রেন স্ট্রোক প্রতিরোধ করা যায়।
  • উচ্চ রক্তচাপ হিজামা থেরাপীর মাধ্যমে প্রতিরোধ ও চিকিৎসা করা সম্ভব।
  • যত দ্রুত হিজামা শুরু করা যায়, তত দ্রুত আরোগ্য লাভ হয়।
  • হিজামা বিশেষজ্ঞের মাধ্যমে নির্দিষ্ট পয়েন্টে কাপিং/হিজামা করা
  • হাড়ক্ষয়, উচ্চ রক্ত চাপ, পিঠ বা কোমরের ব্যথা, পায়ে ঝিঁঝিঁ ধরাসহ অন্যান্য ব্যথার চিকিৎসায় কার্যকর
  • সাইড এফেক্ট মুক্ত চিকিৎসা
  • রোগীর এসেসমেন্ট অনুযায়ী সেশন নির্ধারণ
  • বিশেষজ্ঞের গাইডলাইন অনুসরণ আবশ্যক
  • অন্যান্য চিকিৎসার পাশাপাশি হিজামা থেরাপি নেওয়া যায়
  • দ্রুত চিকিৎসার জন্য হিজামা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন
Share
Home