কোলেস্টেরোল (Cholesterol) প্রতিরোধে ও নিয়ন্ত্রণে হিজামা থেরাপী

Abdus Sobur Choudhury
Abdus Sobur Choudhury
Cover Image for কোলেস্টেরোল (Cholesterol) প্রতিরোধে ও নিয়ন্ত্রণে হিজামা থেরাপী
3 min
Loading...

হিজামা থেরাপী: কোলেস্টেরোল নিয়ন্ত্রণে প্রাকৃতিক ও পার্শপ্রতিক্রিয়াহীন চিকিৎসা

Excerpt:
কোলেস্টেরোল নিয়ন্ত্রণে হিজামা থেরাপী একটি প্রাকৃতিক, সাইড-ইফেক্ট মুক্ত চিকিৎসা পদ্ধতি। এটি উচ্চ কোলেস্টেরোলজনিত হূৎরোগ, গলস্টোন ও অন্যান্য শারীরিক সমস্যার প্রতিরোধ ও নিরাময়ে কার্যকর ভূমিকা রাখে।


কোলেস্টেরোল উচ্চশ্রেণির প্রাণিজ কোষের গুরুত্বপূর্ণ উপাদান।
রক্তে উচ্চ কোলেস্টেরোলের উপস্থিতি রক্ত প্রবাহে বিঘ্ন ঘটায় ফলে হৃৎপিন্ড পর্যাপ্ত অক্সিজেন ও খাদ্যসার না পাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়।
রক্ত চলাচল কমে যাওয়ার কারণে বুকে ব্যথা অনুভূত হয়।
এই অবস্থাকে অ্যানজিনা (Angina) বলা হয়।
এছাড়া ধমনিগাত্রে অধিক চর্বি জমা হলে রক্তপ্রবাহ বাধাগ্রস্থ হয় ফলে করোনারি হৃৎরোগের সম্ভাবনা বহূলাংশে বেড়ে যায়।

রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরোল হৃৎপিন্ড এবং রক্ত সংবহনের বিশৃঙ্খলার সাথে জড়িত।
কোলেস্টেরোল পিত্তরসের অন্যতম উপাদান হলেও এটি একটি বর্জ্য পদার্থ এবং যকৃতের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়।
পিত্তরসে কোলেস্টেরোলের মাত্রা বেড়ে গেলে তা তলনির মতো পিত্ত থলিতে জমা হয়।
কোলেস্টেরোলের এ তলানিই শক্ত হয়ে পিত্তথলির পাথর (Gall bladder stone) নামে পরিচিত হয়।

কোলেস্টেরোল প্রতিরোধে হিজামা থেরাপী:

  • হিজামা থেরাপী কোলেস্টেরোল প্রতিরোধ করে থাকে।
  • নিয়মিত বা অনিয়মিতভাবে হিজামা থেরাপী গ্রহণ করলে কোলেস্টেরোল হতে বেচে থাকা সম্ভব।

কোলেস্টেরোল নিয়ন্ত্রণে হিজামা থেরাপী:

  • এক বা একাধিক সেশন হিজামা থেরাপী গ্রহণের মাধ্যমে অতি সহজেই কোলেস্টেরোল নিয়ন্ত্রনে চলে আসবে।
  • হিজামা বিশেষজ্ঞ এর মাধ্যমে কোলেস্টেরোল রোগীকে সুনির্দিষ্ট পয়েন্টে কাপিং বা হিজামা করানো।
  • হিজামার মাধ্যমে:
    • হাড়ক্ষয়
    • উচ্চ রক্ত চাপ
    • পিঠের ব্যথা
    • কমরে ব্যথা
    • পা অবস বা পায়ে ঝিঁঝিঁ ধরা
    • যেকোন ধরনের ব্যথাজনিত রোগের চিকিৎসা করা যায়।
  • কাপিং বা হিজামার অন্যতম গুন হচ্ছে:
    • এ চিকিৎসা সাইড এফেক্ট বা পার্শ প্রতিক্রিয়া ‍মুক্ত।
  • হিজামা বিশেষজ্ঞ কাপিং বা হিজামা পরবর্তী যে গাইড লাইন দেবেন তা যত্নসহকারে ফলো করতে হবে।
  • হিজামা থেরাপীর পাশাপাশি অন্য চিকিৎসা করাতে কোন অসুবিধা নেই।
Share
Home