রুকিয়ার জন্য ১০টি সহীহ দুআ ও আয়াত (অর্থসহ)


সহীহ হাদীস থেকে নির্বাচিত ১০টি রুকিয়ার দুআ (বাংলা অনুবাদসহ)
নিম্নে নানা ধরণের অসুখ-বিসুখ, ভাইরাস ও মহামারী সংক্রমণ, ব্যাথা-বেদনা, জাদু-টোনা, বদনজর ইত্যাদিতে রুকিয়া তথা ঝাড়-ফুঁক করার জন্য সহীহ হাদীস থেকে নির্বাচিত ১০টি দুআ (অর্থ সহ) তুলে ধরা হল:
১. সাহীহ মুসলিমে রয়েছে:
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
“আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় তাঁর নিকট আমি তিনি যা সৃষ্টি করেছেন সেগুলোর অনিষ্ট থেকে আশ্রয় চাই।”
📌 বিকালে ৩ বার পড়া
📖 সাহীহ মুসলিম: ৪/২০৮১
২. সহীহ আল-বুখারী:
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
“আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় সকল শয়তান ও বিষাক্ত জীব-জন্তু থেকে ও যাবতীয় ক্ষতিকর চোখ (বদনজর) হতে আশ্রয় প্রার্থনা করছি।”
📖 সহীহ আল বুখারী ৪/১৪৭, হাদীস: ৩৩৭১
৩. হিসনুল মুসলিম:
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ...
(দীর্ঘ দুআ)
“আমি আল্লাহর ঐ সকল পরিপূর্ণ বাণীসমূহের সাহায্যে আশ্রয় চাই যা কোনো সৎব্যক্তি বা অসৎ ব্যক্তি অতিক্রম করতে পারে না... (সম্পূর্ণ দুআ উপরোক্ত বিবরণে)।”
📖 হিসনুল মুসলিম : ২/১৪১
৪. আবু দাউদ ও তিরমিযী:
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ...
“আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আশ্রয় চাই তাঁর রাগ থেকে, শাস্তি থেকে, বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে।”
📖 আবু দাউদ: ৪/১২, হাদীস: ৩৮৯৩
📖 তিরমিযী ৩/১৭১ (সহীহ)
৫. সূনানে আবু দাউদ ও হিসনুল মুসলিম:
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ...
“আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমি তাঁর উপরই ভরসা করি।”
📌 ৭ বার
📖 আবু দাউদ ৪/৩২১, হিসনুল মুসলিম ১/৬১
৬. সাহীহ মুসলিম:
بِاسْمِ اللهِ أَرْقِيكَ...
“আল্লাহর নামে আপনাকে ঝাঁড়ফুক করছি... আল্লাহ আপনাকে রোগমুক্ত করুন।”
📖 সাহীহ মুসলিম: ৪/১৭১৮
৭. আবু দাউদ:
أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ...
“আমি মহান আল্লাহর কাছে চাই, যিনি মহান আরশের রব্ব, তিনি যেন আপনাকে শিফা দান করেন।”
📌 ৭ বার
📖 আবু দাউদ, ৩/১৮৭
৮. সাহীহ মুসলিম:
أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ...
(ব্যথা স্থানে হাত রেখে ৩ বার বিসমিল্লাহ, তারপর ৭ বার এই দুআ)
“এই যে ব্যথা আমি অনূভব করছি... তা থেকে আমি আল্লাহর কুদরতের আশ্রয় প্রার্থনা করছি।”
📖 সাহীহ মুসলিম: ৪/১৭২৮, হাদীস: ২২০২
৯. সহীহ আল-বুখারী:
اللَّهُمَّ رَبَّ النَّاسِ...
“হে আল্লাহ! আপনি শিফা দানকারী। এমন শিফা দিন, যাতে রোগের কিছুই অবশিষ্ট না থাকে।”
📖 সহীহ আল-বুখারী: ৭/১৩২
১০. আবু দাউদ:
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ...
“আল্লাহর নামে, যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না।”
📌 ৩ বার
📖 আবু দাউদ: ৪/৩২৩
🕌 উল্লেখিত সবগুলো দুআ সহীহ হাদীস থেকে প্রমাণিত এবং রুকিয়াহর জন্য প্রযোজ্য। আল্লাহ আমাদের সকল প্রকার শারীরিক ও আধ্যাত্মিক রোগব্যাধি থেকে হেফাজত করুন।
More reading
View all
পিঠব্যথা ও মেরুদণ্ডজনিত সমস্যায় হিজামা থেরাপির কার্যকারিতা
পিঠব্যথা ও মেরুদণ্ডের সমস্যার প্রাকৃতিক এবং পার্শপ্রতিক্রিয়াহীন সমাধান হিসেবে হিজামা থেরাপির উপকারিতা ও প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানুন।

হিজামা কিভাবে করতে হয়, কি কি বেনিফিটস আছে এতে ?
হিজামা একটি সুন্নাহভিত্তিক প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতায় ভূমিকা রাখে। রাসূল (সাঃ)-এর প্রিয় এই চিকিৎসা পদ্ধতির উপকারিতা ও বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা নিয়ে জানুন বিস্তারিত।

রোগ নির্ণয়ের নামে তান্ত্রিকতা, ভণ্ডামি ও ইস্তিখারার অপব্যবহার
রোগ নির্ণয়ের নামে দূর থেকে হাজিরা, ইস্তিখারা, তান্ত্রিকতা, যাদু ও গায়েবী তথ্য দাবি করে যারা চিকিৎসা দেয় — তারা প্রকৃতপক্ষে ধোকাবাজ ও ঈমান ধ্বংসকারী। ইসলাম কী বলে এ বিষয়ে? বিস্তারিত জানুন এই লেখায়।