রুকিয়া গোছল কীভাবে করতে হয়


✦ রুকিয়া গোসলের সঠিক পদ্ধতি
✅ প্রস্তুতি:
- সাতটি সবুজ বরই (কুল) পাতা ভালোভাবে পিষে নিন।
- একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি রাখুন।
✅ পানি সামনে রেখে নিচের আয়াতগুলো পড়ুন (ফুঁ দেয়া লাগবে না):
১. সূরা ফাতিহা (১:১-৭):
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ
صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ
২. আয়াতুল কুরসী (২:২৫৫):
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ
لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ
لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ
مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ
وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ
وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ
وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
৩. সূরা আল-আ’রাফ (৭:১১৭–১২২):
وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ
فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ
فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ
وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ
قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ
رَبِّ مُوسَىٰ وَهَارُونَ
৪. সূরা ইউনুস (১০:৭৯–৮২):
وَقَالَ فِرْعَوْنُ ائْتُونِي بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ
فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالَ لَهُم مُّوسَىٰ
أَلْقُوا مَا أَنتُم مُّلْقُونَ
فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ
إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ
إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ
وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ
وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ
৫. সূরা ত্ব-হা (২০:৬৫–৭০):
قَالُوا يَا مُوسَىٰ إِمَّا أَن تُلْقِيَ
وَإِمَّا أَن نَّكُونَ أَوَّلَ مَنْ أَلْقَىٰ
قَالَ بَلْ أَلْقُوا
فَإِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ إِلَيْهِ
مِن سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَىٰ
فَأَوْجَسَ فِي نَفْسِهِ خِيفَةً مُّوسَىٰ
قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنتَ الْأَعْلَىٰ
وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا
إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ
وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ
فَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا
قَالُوا آمَنَّا بِرَبِّ هَارُونَ وَمُوسَىٰ
৬. সূরা ইখলাস:
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ
ٱللَّهُ ٱلصَّمَدُ
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌ
৭. সূরা ফালাক:
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
مِن شَرِّ مَا خَلَقَ
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
৮. সূরা নাস:
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
مَلِكِ النَّاسِ
إِلَٰهِ النَّاسِ
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
✦ এরপর যা করবেন:
- পানি থেকে তিনবার পান করুন।
- বাকি পানি দিয়ে পুরো শরীর ভালোভাবে গোসল করুন।
- প্রয়োজনে এই প্রক্রিয়া একাধিকবার পুনরাবৃত্তি করুন।
✦ কাদের জন্য উপকারী?
- যাদুগ্রস্থ ব্যক্তি
- স্বামী-স্ত্রীর মধ্যে হঠাৎ দূরত্ব
- সন্দেহ, আতঙ্ক, দুঃস্বপ্ন
- মানসিক অস্থিরতা বা বিষণ্ণতা
ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় এই পদ্ধতি যাদুর অনিষ্টতা দূর করবে।
📚 সূত্র:
- ফতাওয়া ইবনে বায (৩/২৭৯)
- ফতহুল মজীদ (পৃ. ৩৪৬)
- আস্-সারিম আল-باتতার (পৃ. ১০৯-১১৭)
More reading
View all
পিঠব্যথা ও মেরুদণ্ডজনিত সমস্যায় হিজামা থেরাপির কার্যকারিতা
পিঠব্যথা ও মেরুদণ্ডের সমস্যার প্রাকৃতিক এবং পার্শপ্রতিক্রিয়াহীন সমাধান হিসেবে হিজামা থেরাপির উপকারিতা ও প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানুন।

হিজামা কিভাবে করতে হয়, কি কি বেনিফিটস আছে এতে ?
হিজামা একটি সুন্নাহভিত্তিক প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতায় ভূমিকা রাখে। রাসূল (সাঃ)-এর প্রিয় এই চিকিৎসা পদ্ধতির উপকারিতা ও বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা নিয়ে জানুন বিস্তারিত।

রোগ নির্ণয়ের নামে তান্ত্রিকতা, ভণ্ডামি ও ইস্তিখারার অপব্যবহার
রোগ নির্ণয়ের নামে দূর থেকে হাজিরা, ইস্তিখারা, তান্ত্রিকতা, যাদু ও গায়েবী তথ্য দাবি করে যারা চিকিৎসা দেয় — তারা প্রকৃতপক্ষে ধোকাবাজ ও ঈমান ধ্বংসকারী। ইসলাম কী বলে এ বিষয়ে? বিস্তারিত জানুন এই লেখায়।