আবদুল্লাহ ইবনু খুবায়ব (রাঃ) হতে বর্ণিত।

তিনি বলেন,আমরা একবার ঝড়-বৃষ্টি ও ঘনঘোর অন্ধকারময় রাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খোঁজে বের হলাম এবং তাঁকে খুঁজে পেলাম। (তিনি আমাদেরকে দেখে) তখন বললেন, পড়ো! আমি বললাম, কি পড়বো (হে আল্লাহর রসূল!)?

তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন,
সকালে ও সন্ধ্যায় তিনবার করে কুল হুওয়াল্ল-হু আহাদ, ক্বুল আ‘ঊযু বিরাব্বিল ফালাক ও ক্বুল আ‘ঊযু বিরাব্বিন্‌না-স পড়বে। এ সূরাহগুলো সকল বিপদাপদের মুকাবিলায় তোমার জন্য যথেষ্ট হবে।

(সহিহ আত তারগীব ৬৪৯ সহিহ আল জামে ৪৪০৬ সনদ হাসান)

#Help Line :
#Dhaka Uttora : +88 01972 668 345 ,
#Sylhet Shahporan +88 01715 525 747
#Sylhet Kumarpara : +88 01704 992 056

(#মহিলাদের_জন্য পৃথক ব্যবস্থা এবং #মহিলা_থেরাপিষ্ট রয়েছেন)