অনেকে জানতে চান রুকিয়া গোছল কীভাবে করতে হয় তাদের জন্য এই লেখা…
সাতটি সবুজ বরই (কুল) পাতা পিষে তাতে গোসল করা যায় পরিমাণ পানি দিবে এবং আউযবিল্লাহ পড়ে তাতে-
সূরা ফাতিহা,
আয়াতুল কুরসী,
সূরা আরাফের ১১৭-১২২ আয়াত,
সূরা ইউনুসের ৭৯-৮২ আয়াত,
সূরা ত্ব-হার ৬৫-৭০ আয়াত,
সূরা ইখলাস,
সূরা ফালাক ও সূরা নাস পড়বে (শুধু সামনে নিয়ে পড়লে চলবে, ফুঁক দেয়া প্রয়োজন নেই)।
এসব পড়া শেষ হলে ঐ পানি থেকে তিনবার পান করবে এবং বাকী পানি দিয়ে গোসল করে নিবে। এতে ইনশাআল্লাহ যাদুর অনিষ্টতা থেকে রক্ষা পাওয়া যাবে। প্রয়োজনে এ কাজ দু‘বার তিনবার বা তার চেয়ে বেশী করবে।
যাদুর অনিষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্য এ ব্যবস্থাটি খুবই কার্যকর ও বহু পরীক্ষিত। স্বামী-স্ত্রীর মাঝে দুরত্ব সৃষ্টির যাদুতেও এ ব্যবস্থা খুবই কার্যকর।
(ফতাওয়া ইবনে বায ৩/২৭৯, ফতহুল মজীদ ৩৪৬ পৃষ্ঠা, আস্-সারিম আল বাততার ১০৯-১১৭ পৃষ্ঠা দ্রষ্টব্য)।